চলে গেলে আর কেউ ফিরে আসেনা
বুলবুলিটা মাথায় লাল ফিতেয় এসেছিল
কামিনীর ডাল কাটা এক্কেবারে ন্যাড়া
বসবার জায়গা না পেয়ে সে ফিরে গেল।
যাবার সময় গলার শীষে ছন্দ ছিলনা।
চলে গেলে আর কেউ ফিরে আসেনা
ফেরিওয়ালা মাথায় ঝাঁকা নিয়ে হাঁক দেয়
দোতলার শার্সি খুলে শব্দ ছুটে আসে - ভালো;
ডায়মন্ডের এক্কেবারে টাটকা কাঁচা খাওয়া যাবে
ভাইফোঁটার আসর বিলকুল জমে যাবে।
চাঁদের কিরণ দিয়ে জ্যোৎস্না কিনে নেওয়া।
চলে গেলে আর কেউ ফিরে আসেনা
বর্ণপরিচয় নিজস্ব জৌলুশ হারিয়ে ফেলেছে
কার্যকরণ গুণাবলী নস্যাৎ করে দেশ ছুটছে
ভুবন মাসির কানে কানে কথা বলতে চায়
মাসী কহিল কাটিবার জন্য কান মজুত নাই।
চলে গেলে আর কেউ ফিরে আসেনা
কাঁটার মুকুট পড়ে সে চলে গেছে বহুদূরে
যারা ধানেরচারা বসিয়ে বলেছিল সোনা ফলবে
চলমান সিঁড়িতে তাঁদের ঘরে সোনা ফলেছে
সোনার সন্তান সব রাজপথে সকাল খুঁজে চলেছে।