এমন কথায় মনের পালকে রোদ্দুর ছুঁয়ে যায়
রাতের জড়তা কাটিয়ে দূরে অচেনায় পাড়ি দেয়
যখন কপালে তর্জনী ছুঁয়ে বলেছিলি
নীল, চল সাগরজলে ভাসি
তোর চোখে দেখেছিলাম দুরন্ত অতসি প্রেম।
মায়া মুকুরেই ডুব দিয়েছিলাম।
হাজার কালো সাপ ফণা উচিয়ে দংশায়
বুকের পাঁজরে অদ্ভুত আবেশিত পদ্মগন্ধ
জলের মাছের মতন সাবলীল সাঁতরানো
কই বাতাসের অভাব একটুও বুঝিনি।
এখন যেন একটুতেই দিশাহারা নাভিশ্বাস
কোথায় যাবো? সবুজ দ্বীপের ঠিকানা ছিল
তোর কাছে। উত্তরের নক্ষত্র সাক্ষী হয়েছিল;
রাজা শান্তনু আজো সেই দুচোখ খুঁজে বেড়ায়।