জীবন আজও এখনো ফাঁসির মঞ্চে
দাঁড়ানো ক্ষুদিরামের;
সে বলেছিল
-"একবার বিদায় দে মা ঘুরে আসি"
দিনকাল দেশ হয়তো সব পাল্টে যাবে।
কিচ্ছু হয়নি, সবটাই রয়ে গেছে
পরাধীন অবস্থা ঠিক আগের মতন।
আজও তাই পথে পথে গান গেয়ে ফেরে, আরো একবার ফাঁসির মঞ্চে
হেসে হেসে গিয়ে দাঁড়াবে বলে।