সেজন কাছে আসলেই আমি ভুল সুরে গান গাই
ভোরবেলাতে পাশে এলে ফুল কুড়াতে ভুল হয়ে যাই।
বসন্ত মাস এলেই দেখি জঙ্গলেতে পলাশ ফোটে লাল
তখন কাজ কামেতে মন বসেনা শরীর বড়ই বেচাল।
ওই যে কারা কোথায় যায় শুধু ফাগুনের গান গায়
বারে বারে আমায় ডাকে বলে নাচবি যদি আয়।
কি যে করি ভেবে মরি এ'মন তাকেই দেখতে চাই
অন্তরে তার বাঁশি বাজে বাহিরে তার খবর নাই।
কোথায় আছে কে জানে দুরের দেশে কোন ঠিকানায়
মন যে চাই পাখী হয়ে তার কাছেতেই উড়ে যাই।