ফাগুন এসেছে
তাই শহর জুড়ে রুদ্রপলাশ ফুটেছে।
তুমি এলেই
হৃদয় বিতানে ফাগুনের গান বাজে।
ভালবাসি তোমায়
তাই ভাসিয়ে দিলাম নাও।
যদি তাহার দেখা পাই।

নীলসায়রে নীলাম্বরী নীল ছিল তার চোখ।
এলাচ ফুলের গন্ধ ছিল অঢেল খোলা চুলে।
হেঁটে গেলে পায়ে পায়ে ছন্দ ওঠে জেগে
ডাকল যখন আমায় দোয়েল ডালে ডালে।
চোখের ইশারায় মনের ময়ূর নাচে
বাগান বিলাসীরা যোগ দেয় সেই নাচে।

ফাগুন এসেছে
তাই পথের ধারে জোড়ায় জোড়ায় ওরাও জেগেছে।
তুমি এলেই
বুঝি ঘুমের দেশে নতুন দিনের স্বপ্নের দিন রচে।
ভালবাসি তোমায়
তাই বাড়িয়ে দিলাম হাত
সকল সময় চলার পথে তোমায় যেন পাই।