ভালবাসাবাসি দুর্দমনীয় ততোধিক নমনীয়
তবে কোথায়?  কখন? কিভাবের সফল
তাহা অপার শূন্যতা হয়তো সবটা জানে।
ওটা যে সময় ?
ওই বলতে পারে  কিন্তু বলেনা।
ভালবাসার টানে পাখী বাসা বাঁধে
বিদেশের বিদেশিনী ছুটে আসে দ্বারকায়
প্রত্যাখাতে ছিন্ন করে ধড় থেকে মুণ্ড
প্রেম পেলনা বলে তাই কেউ বিবাগী।

ভালবাসায় সৃষ্টি হয় অমর কাব্য কথা
চাওয়া না পাওয়ায় শুরু কুরুক্ষেত্র যুদ্ধ
কেউ এঁকে রাখে আশ্চর্য মোনালিসা ছবি
কেউ হয়ে বিরহিণী হয় পাগলিনী।
তবু ভালবাসা থাকে প্রতি জীবের অন্তরে
হয়তো হয় সৃষ্টি নয়তো অনাসৃষ্টি
অবাক করা তাজমহল এখনো প্রেমে উজ্জল
একফোঁটা বৃষ্টি হাহাকার মুরুতে আনে প্রেম।