আকাশ বলেছিল আমি নিজেকে একা ভাবতাম
যখন দেখলাম তুমি আমাকে ভালোবাসো তাই আমার দিকে চেয়ে থাকো
তখন ভাবলাম না আমি আর একা নই।

    একটা পাহাড়ও বলেছিল বড় একা লাগে।
আমি যখন তোমার দিকে
অবাক বিস্ময়ে চেয়েছিলাম
আমার বিশালতায় তুমি শিউরে উঠেছিলে।তখন থেকেই জানি আমি আর একা নই।

একে একে আকাশ চাঁদ তারা ফুল পাখি সবাই বলেছিল আমরা কেউ একা নই।
একটা নদী তোমাকে ছুঁয়ে ছুয়ে চলে যায়। দূর দিগন্ত সীমানায়
তুমি কি জানো নদী তোমার পরশ পেতে চায়।
তাহলে তুমি আর একা কোথায়?
একা একা থাকা এবং বাঁচা
একা থেকে বহুতে মিশে যাওয়া
এই আমরা সবাই।
জানো গাছের পাতা যখন
শিরশির করে কাপে।
তখন বাতাস কানে কানে বলে।
এই যে তুমি ভয় পেওনা আমি তো আছি।
আজ থেকে আমরা একসাথে বাঁচি।
একটা গানের কলি ভেসে আসে
"একা একা পথ চলি মনে মনে কথা বলি।"
তোমার সাথে আমরাও আছি
এই পৃথিবীতে কেউ একা থাকেনা।
সবাই মিলে একসাথে আছি বাঁচি
তাইনা বন্ধু""""""""