এই শহরের দূষণ সরিয়ে
যদি পথের ধারে রুদ্রপলাশ ফুটতে পারে।
তবে আমিও রুদ্র রঙে আগুন হতে পারি।
একাই দুর্দমনীয় একুশে ফেব্রুয়ারি।
একদিনেই কি সেই মাতৃভাষার সম্মান
বাকি দিন নিরবে সয়বে চরম অপমান।
এ কেমন বিভেদ বিভাজন
আমি মুষ্টিবদ্ধ হাতে তারি প্রতিবাদ করি ।
মায়ের কোলে ভাষা শেখা সকল কান্না হাসি
অভিমানে ঘুমপাড়ানি গান শুনতে ভালবাসি।
সেই মা শেষেরবেলা পায় যদি অবহেলা,
বলতে পারো সে যাতনা কি করে সহ্য করি?
ভাষা শহীদের রক্তে ভেজা রাজপথ মুছে গেছে
তাই বলে কি সেই ইতিহাস বিলকুল দেবে মুছে।
আমরা সবাই দ্রোহ গানে গর্জে উঠে পারি
এই মাস ফাগুন মাস আগুনে দিগুন ফেব্রুয়ারি।