একুশ এ বুকে জাগ্রত ইতিহাস
একুশ স্পর্ধায় দেখা উদার আকাশ
একুশ চায়না রঙ্গিন মিথ্যা বাসর
শপথ জাগায় চেনায় সবুজ স্বদেশ।
একুশ যেন দিলখোলা এক প্রান্তর
একুশ ভরসা জাগানো বর্ষার মাস
একুশ বুক ভরা থাক আনন্দ শ্বাস
মাতৃভাষায় যাপিত স্বস্তি অনুপ্রাস।

একুশ ভেঙে দেয় সকল ষড়যন্ত্র
একুশ গড়ে দেয় প্রাণমন বন্ধন।
একুশ প্রতিবাদী এক দুরন্ত ঝড়
ইশারাতে জনমন আগত স্বপ্নদিন।
একুশ নয়তো শুধু বসন্ত সারামাস
একুশ খুঁজে দেয় নিজ নিজ অধিকার।
একুশ রুদ্রপলাশে মাতৃভাষার উৎসব
হৃদয়তন্ত্রে অনুরণিত নন্দিত ঝঙ্কার।