একপশলা বৃষ্টি দেবে; নতুন হবো !
কতদিন ধরে তৃষার্ত তৃষ্ণা মেটাবো।
বৃষ্টিধারার স্নানে ঘুমন্ত বীজ জাগে
মুকুলিত পত্রে সেকি রোমাঞ্চ লাগে।
একপশলা বৃষ্টি দেবে; নতুন হবো !
কতদিন ধরে বন্ধ্যা, বদনাম ঘোচাবো।
তোমার সুধারসে রূপকথার জিয়নকাঠি
সবুজের ঘনঘটা আমি নই বন্ধ্যা মাটি ।
একপশলা বৃষ্টি দেবে; নতুন হবো !
আমি তরঙ্গিনী কতদিন কুন্ঠিত রবো?
অফুরান সে তরঙ্গরাশি দাও বক্ষে পুরে
তাই বয়ে নিয়ে যাব গ্রাম নগর প্রান্তরে ।
একপশলা বৃষ্টি দেবে; নতুন হবো !
ভেঙে সভ্যতা নতুন করে এনে দেবো;
বড় জীর্ণ রিক্ত আর একপাশ ভাবনা
রক্তক্ষরণে জেগে উঠবেই নবচেতনা ।