চলেছি চলেছি এগিয়ে চলেছি
পথের শেষ আছে নিশ্চয়
থেমে যাইনি চলেছি চলছি
সাথে যারা ছিল তাঁদের মতন।
একদিন বিশ্ব ব্রহ্মান্ডে ফুরিয়ে যাব
আজ বিকেলের রোদ্দুরে দেখি দীর্ঘ ছায়া
নিজেই নিজেকে চিনতে পারিনা
জল মাটি বাতাস সব অচেনা হবে।
তোমার গানের রেশ হয়তো থেকে যাবে
অপূর্ব ফুলের সমাহার রেখে রেখে
সব পেয়েছির দেশ না দেখায় থাকবে
পদ্মের পাপড়ি হেমন্তের হিমেলে ঝরবে।
জানিনা সেই পাখীটা তখন ডাকবে কিনা
উঠানের নিমের পাতাগুলো ঝরতে থাকবে
সুযোগ বুঝে একটা নেউল রাস্তা পার হবে
আমি তখন পরের গাড়ীর আসার অপেক্ষায়।