মনের যন্ত্রণা কখন যেন
সাপবাজির মতন পাকিয়ে পাকিয়ে মিনার ছুঁয়েছে।
তুমি জানতে পারনি।
নিতান্ত পড়ে থাকা
কচুরিপানার মতন দুপায়ে মাড়িয়ে চলে গেছে
একবারো ফিরে তাকাওনি।

অভিমানী অন্ধকারে
জোনাকির মতন জ্বলে জ্বলে তোমায় খুঁজেছি।
তুমি দেখেও দেখলেনা।
আসবে আসবে ভেবে
রিমঝিম সুরে মেঘ মল্লারে গান বেঁধে রেখেছি।
তুমি শুনতে চাওনি কোনদিন।

এক আকাশ অভিমানে
রাত্রি পুড়ে পুড়ে ধূসর ছাইয়ের সকাল পেলাম।
তবু আশায় বসে আছি পথ চেয়ে।