আমি যেন খুব সাহস পেলাম ...
দেখি যদি তোমার কথা রাখতে পারি ।
যে ফুল তোমার প্রিয়
সেই ফুলেতে আমার বাগান সাজাব
আসবে যখন এই বাগানে
হেঁটে যাবে আপনমনে
ফুল ছড়ানো পথে, কতক তোমার মাথে।
নিবিড় হয়ে আমি দেখবো তোমায় শুধু।


আমি যেন খুব সাহস পেলাম ...
দেখি যদি তোমার কথা রাখতে পারি ।
যে নদী তোমার প্রিয়
মনের মতন করে ঠিক সাজিয়ে দেবো
যাবে যখন নদীর তীরে তীরে
ঢেউগুলো সব চায়বে তোমায় ছুঁতে
দেখলে নাওয়ের পাল উঠবে হঠাৎ দুলে।
নিবিড় হয়ে আমি দেখবো তোমায় শুধু।


আমি যেন খুব সাহস পেলাম ...
দেখি যদি তোমার কথা রাখতে পারি ।
যে গান তোমার প্রিয়
তোমার কথায় কথায় সুর বসিয়ে দেবো
সেই গানের ছন্দে যদি হৃদয় ওঠে দুলে
কুহু গলার সুরে সেগান তুমি গেও।
আমায় শুনতে দিও, এই কথাটি রেখো।
নিবিড় হয়ে আমি দেখবো তোমায় শুধু।