ভেঙে গেছে প্রজাপতির ডানা
তবু সে বারবার উড়বার চেষ্টা করে
যতক্ষণ তার শরীরে প্রাণ থাকে।
তুমি দেখে রাখো জীবন চলার পথে
এমনি যদি ঘটে যায় নিমেষে।
ঝড়ে ভেঙে গেছে পাখীর বাসা
সে এডাল ওডালে বিলাপ করে বটে,
তারপর আবার সে খড়কুটো জোগাড় করে;
নতুন করে আবার বাসা বানাতে হয় উদ্যোগী
তুমিও শিখে রাখো এমন যদি তোমার ঘটে।
ডুবে যায় গভীর জলে সমুখে তোমার
তুমি কি থাকবে বসে। দূরে দাঁড়িয়ে দেখবে!
তাঁকে বাঁচাবার বিন্দুমাত্র চেষ্টা করবেনা
সাঁতার জানো যদি ঝাপ দাও জলে
না জানলে চিৎকার করো কেউ হয়তো বাঁচাবে।
তোমার স্বপ্ন চুরি হয়ে যায় বারবার।
এবার তোমার চোর ধরবার পালা এসেছে।
হয় চোর ধরো নয় স্বপ্ননীড় আবার বুনতে থাকো।
সজাগ থাকো প্রতিক্ষনে,
মিথ্যা প্রতিশ্রুতি ফাঁদে আর নয়।
সময় এসেছে এবার মুখোমুখি রুখে দাঁড়াবার।