এ কেমন গণতন্ত্র !
মা বাবাকে দেখতে দেওয়া হয়নি শেষ যাত্রা মেয়ের...।
দায় ছিল বুঝি ভীষণ
পোড়াতেই হবে তাড়াতাড়ি আদেশ ছিল উপরওয়ালার...
এই বুঝি গণতন্ত্র !
বারে বারে নানান খবরে আপনজনের হৃদয় শুকিয়ে যায়
কোন দেশি মানসিকতা
প্রাণের বদলে টাকা গুঁজে দেবার সাহস কি করে পায়।
এই বুঝি গণতন্ত্র!
শাক দিয়ে মাছ ঢেকে দিয়ে সব তথ্য-প্রমাণ লোপাট করা।
প্রতিনিয়ত ভয় দেখান
শাসকের শোভা পায়, তাই দাগিয়ে দেয় আজ জেহাদি যারা।
এটাই জেনো গনতন্ত্র!
পাপ করলে বাপকে ছাড়বেনা, তাই প্রতিবাদ দিয়ে চিৎকার।
কাতারে কাতারে মানুষ
মানছেনা রোদ বৃষ্টি ঝড়, সবাই চায়ছে তিলোত্তমার বিচার।