স্বাধীনতা পেয়েছি।
বাক-স্বাধীনতা খর্ব হয়েছে,  
পেয়েছি রাজা পেয়েছি রানীর অপার দয়া
জনগণতন্ত্রে সুখী সুখী ভাব। আহা কি মায়া!

কোন আবেগেই আর সাড়া দেয়না প্রাণ
বেঁচে আছি আজ শুধু বেঁচে থাকবার জন্য।
কেননা আমি আমার মেরুদণ্ড বিক্রি করেছি
সুখের চাদরে থাকব বলে নিজেকে করেছি পন্য।

স্বাধীনতা ভোগ করছি।
তস্করদের সাথে নিত্য আপোষ করে চলেছি।
ভয়ে ভয়ে নিজের ভীতরে ক্রমশ কুঁকড়ে যাচ্ছি
এই বেশ ভাল থাকা। আগামীতে এগিয়ে চলেছি।

কিছুই হলনা হায়, ছয় হয়ে গেলো নয়
নেই নেই নেই কোথাও যে কোন প্রমাণ নেই।
দশে মিলে তাঁর প্রমাণ হয়ে গেছে লোপাট
আর কি চাই! দারুন আমার দেশের রাজ্যপাট!

বুক ভোরে আর নিঃশ্বাস নিতে পারিনা
কাউকে কোন কথা বিশ্বাস করে বলতে পারছিনা।
কালের ঘরে সত্যতার প্রবেশ আজ কিছুতেই হয়না
স্বাধীনতার প্রকৃত অর্থ আমার কিছুতেই বোধগম্য হলনা।