প্রশ্ন ছুটে বেড়ায় আদিগন্ত মেঘের ভেলায়
গভীর নিশিথে তারাদের পাড়ায় পাড়ায়।
সেদিন দেখেছিলে বুঝি অমাবস্যা শরীরে
কোজাগরী পূর্ণিমার জ্যোৎস্না জোয়ার।
হিমের পরশে ঘুমন্ত হৈমন্তিকা জেগেছিল
গুটিপোকা ফুঁড়ে প্রজাপতি অবশেষে উড়েছিল।
তারপর, উদ্দাম উৎসব শেষে মঞ্চ কঙ্কালসার
গ্রিনরুমে ঈষৎ দিবাকরের বাঁকা তলোয়ার!
রঙ খসে যাওয়া উর্বশী হারিয়েছে তাঁর শ্রী
ডান ভাঙা অবনতা কুণ্ঠিত প্রজাপতি বড় বিশ্রি।
লজ্জাবস্ত্র খুঁজে ফেরে গবেট আঁধারের বল্কলে
এখনি দুঃখনদীর জন্ম হোল তাঁর চোখের জলে।