ফিরে যাবো আমার আপন ঘরে
সবাই বুঝি সেথায় থাকে পরম আদরে;
ঐখানেতে বুঝি যারা অস্তাচলে গেছে ফিরে
ওদের সাথে দেখা হবে আরাম চাদরে।
তখন কি আমি নীল পাখী
নীল আকাশে মেলবো আঁখি;
সুখের বাতি কোথায় রাখি
গল্পদাদু করছে ডাকা ডাকি।

কাদায় ডুবছে দেশ, বাস্তব উঠে আসছে
অতি দর্পের মুখে যেমন ঝামা ঘষছে।
ঝড়ের দাপটে কত যে বক মরছে
তাই দেখে কারা যেন উল্লাসেতে মাতছে।
তুমি আকাশ নয় মাটি ছুয়ে থাকো
ভালবাসাবাসিতে রাত্রি দিন রাখো;
উত্তরের শৈত্য প্রবাহে আগলে রেখো
বিভেদ সরিয়ে বাঁচিয়ে রাখো সাঁকো।