জীবন খাতার পাতায় পাতায়
লেখা হয়ে যায় চুপকথার রূপকথা
অপূর্ব শব্দ সম্ভারে।
আদরের চাদরে ছায়ার মায়ায়
আজো পথ চিনে চিনে হেঁটে ফিরি
জেগে থাকা প্রতিশ্রুতি চরে।

মৃত্যুর শীতলতা আমায় ঘিরে ধরে
আড়ষ্ট অস্ফুট স্বরে সাড়া দেব কি করে?
বড় অসহায় সংশয় ভিড়ে।
কেউ কি আছো, বলবে এসো বাঁচো
আমিতো আছি! কবে থেকে আলো হাতে
চৌকাঠ পেরিয়ে যাব স্বপ্নের ভোরে।