এমনি করেই জীবন যেমন হারিয়ে যায়
ঠিক তেমনি করেই অনেক কিছু ফিরিয়ে দেয়।
বিজ্ঞরা বলতেন আজ যেমন তোদের মুখে চেয়ে
একদিন তোরাও থাকবি সন্তানদের মুখ চেয়ে।
ভালো মন্দ তিতা মিষ্টি সম্পর্কে থেকেই থাকে
আজো ঠিক তাই দেখি জীবনের এই বাঁকে।
ভোকাট্টা ঘুড়ি ধরব বলে কত ছুটেছি বেপাড়ায়
ওরাও ছোটে শরীরে নয় ঘরে হাতের মুঠোয়।
আসি আসি করে বাদল এলো ফিরেও গেলো
আকাশে রঙের খেলা বুঝি এবার শরত এলো।
তবু কেন জানি বড় আনমনা উদাসী আজ মন
আসব বলে যে এলনা পথ চেয়ে তাঁর আপনজন।
এখানে ওখানে ঘুমে জাগরনে বাজে উজানি গান
যাবো সাথে চিৎকারে বলবো হোক সত্য উন্মোচন।