এমনি করেই হোক পোস্টকার্ডে দিনযাপন
অন্ধকারে ডুব দিয়েই হোক রাত্রি যাপন
জানি থাকবেই বুকের ভিতর মন কেমন
ভাঙলে ঘুম রোদ্দুরে হাসি ছড়িয়ে দেব।
জানলা জুড়ে পড়ে বৃষ্টিতে ধোয়া রোদ্দুর
এখানেই রাখি টবের ঝিমানো পাতাবাহার
যদি সে দাঁড়ায় মাথা তুলে আরো একবার
খুশির ঝিলিকে উড়ে যাব প্রাণচঞ্চল পাখী হব।

ছোট্টবেলার সাথী ছিল দিলদরিয়া অফুরান দুর্বার
ঘনসবুজ তার চারিধার আকাশী নীল চোখ ছিল তার
সকালসন্ধ্যে মিঠে বাতাস দুপুরে সাথে দিত সাঁতার।
যখন যেমন সেজে নিত কিশোরী প্রেয়সী অষ্টাদশী।
বন্ধু ডেকেছে চলে আসিস ফেলে আসা তোর বৃন্দাবনে
সে এখন শতবর্ষের তিলতিল করে তিলোত্তমা প্রাণমনে
সবাইকে সাথে করে ঘটা করে তার উৎসব উদযাপনে
যাবো যাবই তারি অভিসারে বৃন্দবনে কিম্বা বারানসী।