যার যার জীবনের যন্ত্রণা সেই বয়ে যাবে নীরবে।
নদী যেমন নীরব থাকে তার শত যন্ত্রণাতে।
তবু যে দেখে পাশে থেকে সবটা বোঝে
ভাব করে যেন যেন যন্ত্রণা নেবে
সত্যি তা কি হয়! কি জানি।
যার যার ভালো লাগা সবায় কি সঠিক প্রকাশ করে
কারোর থাকে নীরব প্রকাশ কারোর আবার সরব
কেউ চাঁদের জ্যোৎস্না মাখে কেউ যায় ঝলসে
আমার হাসিতে আয়না ব্যঙ্গ করে
বোবা আমার হাসি চিরকালের।