চলে যাওয়া দিন...
যাহা গেছে তাহা চলে গেছে কালের গহ্বরে
দিন ছিল ভালো তাই সে দিন বড্ড মনে পড়ে।
এখন একা একা থাকা সব পাওয়া শুন্যতার ঘরে
ছায়াছবি সাদাকালো ফ্ল্যাশব্যকে সে আসে বারে বারে ।
আশার আলো ফুটুক...
আলো সাথে অন্ধকার সেতো থাকবেই
আলোর গলা টিপে আঁধারের জয় চাইবেই।
তবু আলোর পথযাত্রী আলো খুঁজে খুঁজে মরবেই
আলো যে সত্য আজ নয় কাল প্রকাশ তাঁর ঘটবেই।