এমনি করেই সৃষ্টি সকল
   সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়া
এ যেন এক পবিত্র নেশা
    সৃষ্টি সুখের ওপার আনন্দ পাওয়া।

হাতি একদিন পড়বে কাদায়
    চামচিকে তখন লাথি মারবেই।
ইঁদুর দেবে কুটুস কুটুস কামড়
    প্রাণটা তখন হুহু করে জ্বলবেই ।


শুনছি নাকি দেশটা ভালই চলছে
গড় গড় ঝরঝর করে দুরদার চলছে।
বিরবির করে যারা বলে তারা যে কানা
ঝরঝর করে যিনি বলেন তার দোষ ধরা মানা।

চাঁদপনা মুখ সহজ স্বছ সরল
চলার ছন্দে যেন সে ঝঙ্কার নির্ঝরা
তুমি আমার চাঁদ তারা সেই অপ্সরা
তুমিই উজল ধারা আমার বৃষ্টি ধারা।