যখন রক্ষক হয় ভক্ষক
তখন হয়না জীবন সার্থক
মঞ্চ জুড়ে শুনি শুধু বকবক
মুখ মুখোশে ওরা স্বপ্নঘাতক।
আজকে থেকে হোক আমার অধিকার
এই কলম যেন হয় তীক্ষ্ণ তলোয়ার।
তাঁর দীপ্ত বানী যেন হয় অহংকার
ঊর্ণনাভর জাল ছিঁড়ে করবেই ছারখার।
ধন্য আপনার ইচ্ছা মশাই
মাঝে মাঝে আমারও সাধ হয়।
বস্তা বস্তা টাকার সন্ধান যদি পায়
ফানুশের ধ্বজা নীল আকাশে উড়াই
দুর দেশ থেকে ওরা আসে
ঝাঁকে ঝাঁকে উড়িয়ে ডানা আকাশে
রাত্রি দিন পেরিয়ে থাকে মিলেমিশে
বাসা বাঁধে প্রেম অভিলাষে।