স্বপ্নটা বুকে গুঁজে রাখলেই
আলোর পথটা ঠিক চিনবে।
সাদা কালো ফারাকটা বুঝলেই
মিথ্যের মুখোমুখি দাঁড়াবে।
কথায় কথায় রঙ বদলায়
মুখের কথা যেন নরবর।
ঘন ঘন দিশা ওরা পাল্টায়
এফুল ওফুলে ওরা বুঝি ভ্রমর?
ছড়িয়ে ছিটিয়ে আলো রাখে সবিতা
নেই দেখি তাঁর কোন কৃপণতা।
হেমন্তের শিশিরে ঘ্রানে অঘ্রানে
মাঠ ভরা ফসলে ঝরে উদারতা।
মিথ্যের মুখোশটা ছিঁড়ে দিলেই
সত্যের আলো ঠিক প্রকাশ হবে।
আবার পাখীরা সব গাইবে
সুখের বাসাটি তারা বাঁধবে।