যে আতর চোখে জ্বেলে রেখছ ঝাড়বাতি
মুখোমুখি কাটাব সন্ধ্যে হলে জ্বেলে দিও।
নিশি ফুরালেই সূর্য হাসির লাল প্রভাত
আলোতে গাইব জানলা খুলে দিও প্রিয় ।

আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে
আকাশের মুখ ভারী
কেমন যেন বিষণ্ণ ভাব তার
কেউ বোধ হয় হারিয়ে গিয়েছে।

এক্কেবারে সঠিক কথা
কেউ বোঝেনা মনের ব্যথা।
বরং যে অন্যায় করে
শাসক যে তার বাঁচায় মাথা।

আর কিছু চাইনা।
পাশাপাশি হাঁটি যদ্দুর একমুঠো দিও রোদ্দুর
বালুকণায় থাক পদচিহ্ন তোমার আমার  
আর কিছু চাইনা।