সাঁঝের বেলা একলা একলা
কেউ কি যায় সাগরবেলা?
বাতাস তখন বয় শনশন
হাজার প্রশ্নে মন উচাটন।
তুমি তো চিরকালের বহেমিয়ান
তাই দুরের বাতিঘর অপেক্ষমান।
ঐখানে কি আছে তোমার ঠিকানা
এত কিছু অনুমান বোধহয় ঠিক না।
অক্ষরে অক্ষরে সাক্ষর হলেই
নিজ অধিকার নিজেরায় বুঝবে।
অধিকার বুঝলেই ঝড় ঠিক উঠবে
সেই ঝড়ে মুখোশটা খসবেই খসবে।
গাজনের বাজনাটা বাজলেই
একে একে সব এখানেই ভিড়বে।
বৃষ্টির ফোঁটাগুলো একসাথে মিশলেই
শুখানদী বানভাসি হয়ে ঠিক জাগবেই।