সবই হবে একটু বৃষ্টি পড়ুক
পাতারা ভিজে সিক্ত হোক।
কুঁড়ির ফুলেরা আবার ফুটুক
সুবাসে বাতাস উন্মাদ হোক।

গেরুয়া বসনে বাউল গাইবে
শুখা নদীতে জোয়ার জাগবে।
কচুপাতার জল টুপিয়ে পড়বে
পদ্ম কুঁড়িতে মৌমাছি জুটবে।

বুকের আঁচড়ে স্মৃতিরা জাগবে
চোখের কোণে জল চিকিয়ে উঠবে।
জানিনা কবে সে মেয়েটা ফিরবে
পরবাসী স্বামী হয়তো আসবে।

আজো রাত্রি জেগে বসে থাকি
বৃষ্টির কণা মুখতে মাখি ।
মেঘের আড়ালে চাঁদের উঁকি
যদি সে আসে দুয়ার খুলে রাখি।