জীবনের চলার পথ হয়না সুমধুর
আছে চড়ায় উৎরায় দুর্গম বন্ধুর।
বাধার পাহাড় পেরিয়ে
তবেই সেই মধুর জীবনপুর।
আমরা যে ভাই করি হায় হায়
দেখি শুনি কিছুই করতে পারিনা।
আমরা যে ভাই ঘাড় গুঁজে সব সই
আসলে কিছু করার থাকলেও করিনা।
যারে তুই আপন ভাবিস সে নয় আপনজন
বারে বারে পিছন পানে তাকাস অনুক্ষন।
কোন সুদূরে সে যায় চলে সময় হলে
ভাসিস তুই একা একা চোখের জলে।
বনেতে কোকিল ডাকিল গাছেতে পলাশ ফুটিল
পরানে বসন্ত আসিল বন্ধু চোখেতে রঙ লাগিল ।
শেষে মেশে সবই আশা বিফলে গেল
জীবনপুরের রথের চাকা খাদেতে পড়িল।