আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে
আকাশের মুখ ভারী
কেমন যেন বিষণ্ণ ভাব তার
কেউ বোধ হয় হারিয়ে গিয়েছে।
এক্কেবারে সঠিক কথা
কেউ বোঝেনা মনের ব্যথা।
বরং যে অন্যায় করে
শাসক যেন বাঁচায় তার মাথা।
এই যে আমার স্বপ্নে ভাসা
খানা খন্দর জুড়ে আলো আশা।
বুঝিনা তোমার চোখের ভাষা
এই কি তোমার ভালবাসা।
আপনার যত প্রকাশ
ঠিক যেন খোলা আকাশ
সবটায় পরিপাটী বেশ
নেই দুঃখের কিচ্ছু লেশ।