আসছে শীত বাজবে গীত
বাড়িয়ে দিও উষ্ণ দুহাত।
একদিন নাহয় সবাই মিলে
একসাথে খাবো গরম ভাত।
বুকের ভিতর ভীষণ ভয়
ভাবখানা ঠিক কি হয় কি হয়।
আতঙ্কে নিয়ে গলা শুকায়
একসাথে মাঠে ভয়কে তাড়ায়।
মাটির ভিতর মানুষ থাকে
জেগে নাকি ঘুমের ঝোঁকে।
শান্তির ঘুম গভীর সুখে
অশ্রু নয় আর মিথ্যে শোকে।
জাগছে ঢেউ আসছে কেউ
রাত বিরেতে ডাকছে ফেউ।
সাবধানতে জাগো জাগাও
দুহাত দিয়ে আগুন সাজাও।