যেদিন গেছে সব ছিল ভালো
এখন যেন সব সত্যি কালো!
বুকের ভেতর আগুন জ্বালো
স্বপ্ন জাগাও পুড়িয়ে ত্রুটিগুলো।

সবই ছিল ওরা সব কোথায় গেল জানি
মাঝে মাঝে অন্তরে কিচির মিচির শুনি।
দিন গেছে দিন এসেছে হৃদয় পাষাণী
মঞ্চ জুড়ে তাই শুনি শব্দের চোখ রাঙ্গানি।

ওরাও যত্ন চায় একটু আদর চায়
ফুল ফুটাতে আলোর পরশ চায়।
স্বপ্ন সাজাতে চায় জুড়ি মেলা দায়
কিছুই পায়না তবু ওরা হাসি ফোটায়।

আমার জীবন আমার নয়
সার কথা বলেছেন সাঁই ।
আমি আকাশ পাতাল ভাবি
কূল কিনারা বুঝি খুঁজে নাহি পাই।