রঙ তুলি দিয়ে এঁকে এঁকে রেখে গেছ
অসাধারণ উর্বশী শহরের দীপ্ত কবিতা।
সে যে রানী সুখ দুঃখ লাল সাদাপাড়ে
সারা শরীর জুড়ে যার নদ নদী রূপকথা।

গুটিপোকার বদলে যায় মানুষ
বেড়িয়ে আসে ভিতর থেকে ফানুস
ঘটে যাওয়া ঘটনা হয় ইতিহাস
আত্মকেন্দ্রিক জেনে শুনে পড়ে ফাঁস।

বিজয়ের মাস আলোর মাস
লাল রক্তে ভিজেছে সবুজ ঘাস।
সবাই দেখেছে তাঁর চোখে উদ্ভাস
আলো আশার মাস বিজয়ের মাস।

কে যে কাকে বলে কালো
যার ভিতরে এতো আলো।
কলমের কালী বোঝে ভালো
সাদা কালো কে আর কে আলো।