প্রেম ভালবাসা খড়কুটো নয়
বাসা বাঁধে মুখোমুখি কথা বলে।
কখনো সূর্যের আলো চাঁদের আলো
মান অভিমান প্রেম বিরহ স্বপ্নের-চালে।


নেতা দেখায় খেল
তাই দেখে জনতা করে ফেল।
হয়ে যায় যদি তার জেল
তবু যে কেন হয়না আক্কেল।


সবাই জেনে শুনে বিষ করেছি পান
এখন সে সমুখে দাঁড়ায়ে যমদূত সমান।
বাঁচার পথ আছে একটাই লোভ আর নয়
সবুজ বাঁচাতে অরণ্য ধ্বংস আর নয়  আর নয়।


বই যার নিত্য সঙ্গী
সে আপন রঙে রঙ্গি।
হৃদয়ে সদয় ভাব ভঙ্গী
মানবতা তার নিত্য সঙ্গী।