সব সব কেমন যেন হারিয়ে যাচ্ছে।
চাঁদের জ্যোৎস্না ফুরিয়ে যাচ্ছে
সূর্য কেমন কঠিন হয়ে উঠছে
সৃষ্টি বিনাশের দিন কী চলে এসেছে?

স্বপ্ন হয় ভাবনার সিঁড়ি
চলো চলে যাই সুচ্চ পাহাড় গিরি
যেখানে খুশির বৃষ্টি ঝিরিঝিরি
সেখানে হোক খেলা তুমি জেত আমি হারি ।

এখনও সময় আছে বই পড়
ওটা যে জীবনের হাতিয়ার।
সব বন্ধু চলে যাবে যখন যে যাবার
এই বন্ধু রয়ে যাবে সুখে দুঃখে তোমার।

কাঁঠাল খাবে যাদু
তার আঠা লাগবেনা গোঁফে ।
শিকার করো ভালো যদি চাও
নইলে পাব্লিক তোমায় খুবলে খাবে।