খবর কাঁদায় হাসায় মজা দেখায়
তুমি আমি সবাই বাঁদর নাচানাচি।
কে কার গালে চুমো কার কত চুরি
সবাই জানে এখন এ কেবল কানামাছি।

অপূর্ব কথা সোজা সাপটা
সাপটা এখন মাথা দোলায়;
মাথায় ভরা হাজার অন্ধকার
অন্ধকারেই জনতা ছোবল খায় ।

হার জিত থাকবেই
শিক্ষা নিতে হবে তোমায়।
তার আগে হারতে জানতে হয়
জেতার আনন্দে আলোর রোশনাই

মা বুঝি জেগে আছে
রাত্রি জেগে পথের দিকে চেয়ে।
আসছি মা আসছি
পথের পঙ্কিলতা সরিয়ে আসছি।