কিছু মানুষ চড়ুই তাড়ায়
কিছু মানুষ কাক খেদায়।
আবার কেউ এক শালিখে গালি দেয়
কেউ আবার মন খুশিতে পায়রা ওড়ায়।
দৌড় দৌড় আবার দৌড়
জন্ম থেকে আজীবন দৌড়।
এক ভোর থেকে আরেক ভোর
শেষে মাটিতেই হবে শেষ দৌড়।
চিনি চিনি বলি বটে
কিন্ত কিছুই যেন চিনিনা
এর চেয়ে ভালো ছিল
চেনার চেয়ে না চেনা।
মা জননী হয়তো জানে
কেন চোখের জলে বৃদ্ধাশ্রমে থাকে।
ঘন ঘন পথের দিকে চায়
দুখ লুকিয়ে বলে থাকিস দুধে ভাতে।