রবির আলোক ছটায় যে হয়েছে দীপ্যমান
স্বর্ণ মুকুট তারই মস্তকে রবে চিরদিন।
বিপদ ভরসাতে সেই গেয়েছে মুক্তির গান
পায়ে পায়ে পবিত্র স্নান জীবন যে মহাপ্রাণ।
আমার বাংলার কোন বিকল্প নাই
তবু রহিম রাখাল বেসুরে গান গায়।
আবোল তাবোল ঘটছে কত কিছু,
তবে কি বাংলা ক্রমশ হটছে পিছু?
সময়ের ধারাপাতে কত চড়ায় আর উৎরায়।
কেউ হারিয়ে যায় কেউ মরু পার হয়ে যায়।
বুকের ভীতর ধিকি ধিকি জীবনের গাড়ি
একদিন ঠিক খুঁজে নেবে নিজের বাড়ি।
ফিরে আসুন কবিতার কাছে
অন্য যা কিছু সব কিছু পড়ে থাক।
আপনি ওর হাত ছেড়ে দিলে
মানুষের হবে অভিমানী সে মুখ ফেরাবে।