নিজের সাথে নিজেই কথা বলা
রাস্তা খুঁজে নিজের পথে চলা।
নিজের জন্য গাইছি খুলে গলা
তাই দেখে থমকায় ফেরিওয়ালা।
দিনে দিনে সময় সরে যায়
কি কি যেন সব হারিয়ে যায়।
কবেই যেন কত কিছু ফুরিয়ে গেছে
তবু দেখি স্মৃতিতে দিব্যি জেগে আছে।
এসো এসো প্রিয় কাছে এসো
ভালোয় যদি এসো পাশে বসো।
মুখোমুখি চাও কথা বোলোনাকো
বিনিসূতায় মালাখানি গেঁথে রেখো।
যখন কাছে ছিলে বুঝিনি কিছুই
দূরে গেছো মিশে গেছো তারায়।
ফুলের সুবাসে দেখি আছো কাছে
ভুল! শুধু ভুল হয়ে যায় সকল কাজে।