যুগে যুগে এমনি করে পরিয়ে দিস রাখি
এঁকে এঁকে স্বপ্ন কাজল ভরিয়ে রাখিস আঁখি ।
দুঃখ সুখে আলো মেখে তোকে ঘিরেই বাঁচি
চন্দনের ফোঁটা দিয়ে যমরাজাকে দিস ফাঁকি।
তুমিই আমার অহংকার
তুমিই আমার সর্বনাশ।
জীবন জুড়ে খরা হানো
বৃষ্টি হয়ে জীবন আনো।
জাগো নারী জাগো নবজন্মে জাগো মা
এই হাহাকার দিনে তুমি জেগে ওঠো মা।
তুমি না জাগলে আঁধার হবেনা আলো
অবগুণ্ঠন সরিয়ে মুক্তির আলো জ্বালো।
শোনাও শোনাও আবার শোনাও রূপকথা
বারে বারে শোনাও বিজয়মাসের বিজয়গাঁথা ।
চাঁদের বুড়ি চরকা কাটে দিন রাত্রি জুড়ে
তুমি সাদা চুলে ঘুম পাড়াও গানের সুরে সুরে