গরীব আমিরে যতই থাকুক
   আসমান জমিন ফারাক।
চোখ বুজলেই মাটিই হবে ঘর
   শেষের দিনে সবই হয় এক।
  
পুজোর কটা দিন আনন্দে মশগুল
ঢাক বাজে শঙ্খ বাজে উলু তার সাথে।
আলোয় আলোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখা
বাচ্চা বুড়ো কেমন যেন আনন্দে যায় মেতে।

প্রকৃত সুস্থ মানুষ যুদ্ধ চায়না
যে বা যারা যুদ্ধ চায় তারা অসুস্থ।
মগজে লোভ আর জিঘাংসা ঠাসা
দেবার কিছু নেই ওরা রিক্ত অসুস্থ।

যুদ্ধ চাইনা আমি যুদ্ধ থেমে যাক
নীল আকাশ লাল হয়েছে
      সময় হয়েছে ঘরে ফেরার।
যুদ্ধ শেষে কান্না ঘিরে ধরে
বিস্তর প্রান্তর শশ্মানের অন্তর
      যুদ্ধ এই পেয়েছে বারবার ।