অসুর দেখি দুর্গা পূজা করে
রাখে তাঁকে বেশ ঘটা করে।
যম জমাটি লোকের ভিড়ে
দুর্গা খুশি অসুরকে দেয় ছেড়ে।
একটা ভুল ফুল হয়ে যায়
একটা ভুল কাঁটা হয়ে রয় ।
একটা ভুল জীবন গড়তে শেখায়
একটা ভুল নদী মরুতে পথ হারায়।
অনেক না বলা কথায়
বুঝি গভীর ভালবাসা ভালবাসি।
অনেক বেশি বলি ভালবাসি
প্রয়োজনে সে কথা হয় বাসি।
অপূর্ব জাদুতে কাকতাড়ুয়া
হয় দারুন এক চরিত্র সত্তা
যার নিজের নেই নিরপত্তা
সেই কি দেবে নিরাপত্তা?