ভালো থাকা মানে কি অনেক বৈভব
আয় ব্যয় সমতায় থাক ভীষণ দায়।
ভালো থাকা মানে সহজে সত্য খোঁজা
দিনকাল বুঝে চলা সময় অসময় ।
শ্রাবণ এলেই তোমার জন্য
কেমন করে মন।
গান কবিতা বৃষ্টি ভেজায়
খুঁজি সারাক্ষন।
কথা যে ছিলই
কিন্তু কথা রাখলেনা।
অভিমান আমারো বরাবর
মনে পড়লেও হৃদয়ে আনিনা।
বেশ ভালো লাগছিল
কেমন যেন ছড়িয়ে ছিল অপার রহস্য।
সুন্দর সে নূপুর নিক্কনে
হয়তো স্বপ্নে চেয়েছিলাম অবশ্যই অবশ্য।