প্রতি শব্দে আগুন ছুটে আসে।
আলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সবিতা
হেমন্তের শিশিরে অঘ্রান মাসে
পুড়ে পুড়ে ছাই সফেদ মনের খাতা।
কথায় কথায় রঙ বদলায়
মুখের কথা যেন নরবর।
ঘন ঘন দিশা পাল্টায়
আজ পদ্ম কাল সে টগর।
এমনি লাগে চেনা অচেনার ভিড়ে
নিজের মনের রাগ অনুরাগ মীড়ে
থাক সব নতুনেরা আমি পুরাতন
যায় পিছু একটু একটু ধীরে সমীরে ।
এ প্রশ্নের জবাব দেবেনা কেউ সহজে
খুঁজে নিতে হবে বুঝে নিতে হবে নিজে।
সময় হলে ঠিক লাগিয়ে নিও কাজে
প্রশ্নগুলো এক হয়ে উত্তরমালা খোঁজে।