এবার হোক প্রতিবাদ হোক প্রতিবাদ জোরদার
জীবন জোয়ারে খুলে যাবে সব বন্ধদুয়ার।
পথ ঘাট মাঠ প্রান্তরে আলো আশা গান ধরে
পালাবে কোথায় আজ আঁধারের নিশাচর।

অবহেলায় নিয়েছ কেড়ে মানুষের অধিকার
নিষ্পাপ ফুলে রক্ত কেন? জবাব কি দেবে তার।
মায়ের কোলে ফিরলনা ছেলে বাতাসেতে হাহাকার
জনগণ জানে কোন পথে গেলে পাবে সঠিক বিচার।