মিথ্যে দিয়ে দেশটাকে গড়া যায়না
মিথ্যে দিয়ে হয়তো মেলে সোনার তাজ।
সত্য বলো সত্য চাই ফাঁকা বুলি আরতো নয়
চাইলে সত্য রক্ত ঝরে কেন? বলতেই হবে আজ।
এই দেশেতে দরকার সেই তেজদীপ্ত  মুখ
বজ্রকণ্ঠে ডাক দেবে সে আনবে  স্বাধীন সুখ।
কালাপাহাড় দাঁড়াবে রুখে ভণ্ডের মুখোমুখি
সতেজ বাতাস  মিষ্টি গানে ভরিয়ে দেবে বুক।

তারপর আর বারে বারে হারতে হবেনা
দাঁড়াবো সবাই একসাথে ভ্রষ্টার মুখোমুখি।
পরবাসী হয়ে ভিতুর মতন জীবন বাঁচাবনা  
আমার দেশ বাঁচাতে নেব যে জানের ঝুঁকি।
ভীষণ একটা উঠবে ঝড় আর একটা সুনামি
বিষবৃক্ষ উপড়ে দিতে দামাল একটা বন্যা চাই
নকল দাঁতের হাসি দেখতে চাইনা আর
ঘামের দামে জীবন জুড়ে ফসল ফলাতে চাই।