অন্যের দোষ ধরি বারে বারে
নিজের দোষ চাই লুকাবারে।
রামের দোষ শ্যামের ঘাড়ে
সুযোগ পেলে সবাই ছাড়ে।
দোষ কেন দাও আমারে
দোষ যে তোমার অন্তরে
দোষী তুমি নিজেই জানো
আমায় মিথ্যে দোষী মানো।
দোষ করেছ স্বীকার করলে হয়
ক্ষমার গুনে দোষী মুক্তি পায়।
দোষ করে কেউ পায়না সাজা
গলায় মালা হায়রে উল্টা রাজা।
দোষের আমি দোষের তুমি
চল, সবাই মিলে দোষ করি।
আছেন শাহেনশা লোপাট করবে দোষ
চুড়ির ভাগ দিতে হবে একটা জ্যন্ত মোষ।