সেই মেয়েটা ডাক দিয়েছিল
মিষ্টি ভাষার সবুজ সুরে।
তার সহজ সরল আমন্ত্রনে
কথা ছিল ঠিক যাবই ভুবনপুরে।
রাত ফুরাল দিন গড়ালো
কিযে হোল কথা তার রাখিনি।
সেই মেয়েটার মিষ্টি মুখ
বৃষ্টি ঝরাবে এমনটা ভাবিনি
ওই মেয়েটায় গড়াই নদী
সাদা পাল তুলে হারিয়ে যায়।
আবার ছলাৎ ছলে জল থৈ থৈ
রাইকিশোরী জল ছড়াই।
চোখ জুড়ে তার সবুজ ভোর
খুলছে দুয়ার সূর্য সকাল।
দোল দোলানো ধানের জমি
পাখীর ডাকে পেড়োয় আল।
শিশির ধোয়া শঙ্খ পায়ে
দলছে পায়ে সজনে ফুল।
আকাশ ঝুঁকে দেখছে ওকে
চিকমিকায় ওর কানের দুল।
ও মেয়েটাই বলেছিল
আসতে যদি নাই পারো
মান ভাঙাতে আমার জন্যে
একটা শুধু গান লিখো।
ধানসিঁড়ি মেয়ে কথা ঠিক রেখেছি
তাল বেতালে গান লিখে ফেলেছি।
হৃদ-মাঝারের স্বরলিপিতে শুনবে বলে
বাসন্তিকায় গান ভসিয়ে দিয়েছি।।