বাবা বলেছিল ধার করে ঘি খেওনা
তখন ছোট ছিলাম
কথার অন্তরঙ্গতা বুঝতে পারিনি।
বোকার মতন ফ্যাল ফ্যাল করে চেয়েছিলাম।
পৃথিবীতে এত কিছু থাকতে ঘি কেন খেতে হবে।
এখন আমার পেশা সব্বাইকে ধার দেওয়া
মুঠোফোনে বলে চলেছি অনর্গল
আপনার লাগবে? দুই তিন পাঁচ দশ?
কেউ হাসে কেউ গেলে কেউ ধরে দোষ।
দিন ফুরালে ঘরে ফিরি আমার চলে বেশ।